December 23, 2024
আঞ্চলিক

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় ৪ অটোযাত্রী নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মান্দারকান্দি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মঠখোলা-কটিয়াদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক শরীফ, মঠখোলা বাজারের জুতা-স্যান্ডেল বিক্রেতা খোকন, রাজিয়া খাতুন ও অহিদ মিয়া।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

ওসি মো. মফিজুর বলেন, ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত হন। তাদের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান। এ ঘটনায় ট্রাকসহ চালককে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন আহুতিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *