May 6, 2024
আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

ভারতঅধিকৃত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে অনন্তনাগের পাজালপোড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। নিহতদের কাছে বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায় বলেও খবরে বলা হয়।

নিহতদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শিগগিরই তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তারা কোন গোষ্ঠীর হয়ে কাজ করতো সে বিষয়ে এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, স¤প্রতি কাশ্মীরের বিভিন্ন জেলায় পুলিশের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে গত ১ মাসে পাঁচবার সন্ত্রাসী হামলা হয়েছে কাশ্মীরে। এ ঘটনায় অনন্তনাগের নিরাপত্তাচৌকিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে পুলওয়ামা শহরের আওয়ান্তিপোড়া গ্রামে লস্কর-ই-তৈয়বার দুই সদস্যকে ধরতে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। পরে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় ওই দু’জনের।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *