কামাল হাজীর মৃত্যুতে খুলনা সোসাইটির নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন শাহীন’র পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামাল উদ্দিন (৮৩) গত শনিবার দুপুর ২টায় হাসানবাগস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব সরকারি জয় বাংলা কলেজ মাঠে (সাবেক কমার্শিয়াল কলেজ) মরহুমের নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সোসাইটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- খুলনা সোসাইটির উপদেষ্টা ড. সৈয়দ হাফিজুর রহমান, এ্যাড. শাহনেওয়াজ বাবুল, মো: আবু তৈয়ব মুন্সী ও আজিজুল হাসান দুলু, চীফ ট্রেইনার মো: মাহাবুব আলম, চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, ভাইস-চেয়ারম্যান এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মো: আব্দুস সালাম শিমুল, আতাউর রহমান শিকদার রাজু, মহাসচিব ফারহানা চৌধুরী কনিকা, যুগ্ম মহাসচিব এস এম ময়েজ উদ্দিন চুন্নু, সাইফুর রহমান সুজন, ওয়াহিদ জামান ও ইঞ্জি. মিজানুর রহমান, সম্পাদকমণ্ডলীর সারিকা জামান রুনা, জি এম শহিদুল ইসলাম, ইঞ্জি. সাব্বির হোসেন ও শেখ সাদিকুর রশিদ অভি, কাজী আইনুল মুন, ইসরাত আমিন শাবানা, প্রফেসর তাসরিনা বেগম, ডা: প্রদীপ দেবনাথ, ডা: দেবাশিষ সরকার, ডা. মেহেদী হাসান, আব্দুল জলিল সাগর, মো: জয়নাল ফরাজী, শেখ সুমনা আহমেদ, এ্যাড. জামিলা আকতার, গোপাল কর্মকার, কাজী মাহফুজুর রহমান, এস এম মিশকাতুল ইসলাম, মো: মাসুদ রানা, ইঞ্জি: আরিফুল ইসলাম, ইঞ্জি: হাসিবুর রহমান ইমন, ডা: মো: নজরুল ইসলাম, সদস্য বেগ রফিকুল ইসলাম, তৈয়বা খাতুন চেমি, প্রফেসর আহমেদুল কবির চাইনিজ, রফিকুল ইসলাম পিটু, মো: নুর ইসলাম, সাজিনা ইসলাম, ডা: বিষ্ণুপদ সাহা, ডা: চয়ন বিশ্বাস, কাজী আসমা আজমেরী, ইমরুল কায়েস জুয়েল, মো: তারেক হাসান, ডা. কামাল উদ্দিন।