May 4, 2024
আন্তর্জাতিক

কাবুলে জঙ্গি হামলায় শীর্ষ তালেবান কমান্ডার নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সেনা হাসপাতালে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের চালানো আত্মঘাতী বোমা হামলায় তালেবানের শীর্ষ পর্যায়ের এক কমান্ডার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) আইএসের চালানো ওই হামলায় ১৯ জন নিহত হন।  যাদের মধ্যে তালেবান কমান্ডার হামদুল্লাখ মোখলিসও রয়েছেন।

 

বুধবার (৩ নভেম্বর) দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদ মাধ্যম জানায়, হামদুল্লাখ কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্কের সদস্য ও বদরি পুলিশের স্পেশাল ফোর্সের একজন কর্মকর্তা।  কাবুল দখল করার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে হওয়া সন্ত্রাসী হামলায় এই প্রথম তালেবানের কোনো শীর্ষ পর্যায়ের নেতা নিহত হলেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, হামলার পরপরই যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া একটি হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালের ছাদে পৌঁছায় তালেবান বাহিনী।  পরে তারা হামলাকারীদের হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *