November 27, 2024
আন্তর্জাতিক

কানাডায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ বন্দুকধারী নিহত

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ব্যাংকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৬ পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় মঙ্গলবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ায় আশপাশে বাড়িঘরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভ্যাঙ্কুভার দ্বীপের সানিচ শহরের ব্যাংক অব মন্ট্রিলে পৌঁছায় জরুরি বিভাগের কর্মীরা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অবস্থিত।
সানিচ শহরের পুলিশ তাদের ওয়েবসাইটে বলেছে, ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত একটি গাড়িতে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস থাকার কারণে ঘটনাস্থলের কাছাকাছি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খালি করা হয়েছে।

সানিচের পুলিশ প্রধান ডিন ডুথি সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজনরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা নিজেদের শরীরে বর্ম পরা ছিল।

এ সহিংসতার ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *