কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে কাশিপুর একাদশ চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুব সমাজ দেশের অগ্রসৈনিক। অথচ তাদের একটি অংশ মাদকাসক্তিসহ নানা কারণে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।
সিটি মেয়র শনিবার বিকেলে নগরীর মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘ মাঠে আয়োজিত কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কেসিসি’র কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক ৩২ দলীয় এ টুর্নামেন্টের আয়োজন করেন।
সিটি মেয়র টুর্নামেন্ট আয়োজনকদের স্বাগত জানিয়ে বলেন, এ ধরণের আয়োজন বিপথগামী যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়ক হবে। ক্রীড়া ক্ষেত্রে বর্তমান সরকারে সাফল্যের নানা দিক তুলে ধরে তিনি আরো বলেন, একজন কৃতী খেলোয়াড় দেশের সম্পদ। জাতীয় পর্যায় ছাড়াও বিশ্ব দরবারে দেশের সুনাম বৃদ্ধিতে কৃতী খেলোয়াড়দের ভূমিকা অনেক। তিনি মহল্লায় মহল্লায় এ জাতীয় টুর্নামেন্ট আয়োজন করার জন্য ক্রীড়ামোদী ব্যক্তিদের প্রতি আহবান জানান।
কেসিসি’র কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিতি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: সাইফুল ইসলাম, শেখ আব্দুস সালাম, শেখ মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, কেসিসি’র সাবেক কমিশনার মো: মনিরুজ্জামান খান খোকন, জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ সামসুল হুদা, সাবেক সভাপতি মোল্লা মুজিবর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব কাজী নাসিবুল হাসান সান্নু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেসিসি’র সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মুকুল, জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাশিপুর একাদশ ও ভিশন’২১ ক্লাব প্রতিদ্বন্দ্বীতা করে কাশিপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিটি মেয়র চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ