December 26, 2024
আঞ্চলিক

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৩বছরের সাজা প্রাপ্ত এক আসামীসহ ওয়ারেন্টভুক্ত আরো এক আসামীকে আটক করেছে। বুধবার সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাগর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পৌর সদরের গদখালী গ্রামের মৃত ইসরাইল শেখের ছেলে মাহফুজুর রহমান ওরফে মাহবুর শেখ (৩৫) কে আটক করে। আটককৃত মাহফুজুর রহমানের বিরুদ্ধে জিআর-২৬৭/১৪ (ডুমুরিয়া) মামলায় ৩ বছরের সশ্রম সাজার আদেশ রয়েছে। অপর অভিয়ানে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে সোহরাব হোসেন (৩০) কে তার বাড়ী থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে জিআর-২১৬/১৫ মামলায় ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *