May 19, 2024
আঞ্চলিক

কলারোয়ায় ফলজ বৃক্ষের চারা বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে সীমান্ত বহুমূখী সমবায় সমিতি নামে একটি সমাজসেবী প্রতিষ্ঠান। গতকাল শনিবার বিকালে কলারোয়া পৌর সদরের  ঝিকরা সীমান্ত বহুমূখী সমবায় সমিতির অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত বহুমূখী সমবায় সমিতির সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা সমবায় অফিসার নওশের আলী।

এর আগে স্বগত বক্তব্য দেন-সীমান্ত বহুমূখী সমবায় সমিতির সভাপতি বাবু গঙ্গামনি বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য দেন-পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, সন্ধ্যা রানী বর্মন, সাবেক ইউপি সদস্য হযরত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সীমান্ত বহুমূখী সমবায় সমিতির  সদস্য শামীম হোসেন, তন্নী খাতুন ও শাওন হোসেনকে  বছর সেরা সদস্য  হিসাবে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় সমিতির ৩শ’ সদস্যর মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *