May 9, 2024
আঞ্চলিক

কলারোয়ায় উত্তরণের হাইজিন সম্পর্কিত কমিউনিটি কর্মশালা

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় উত্তরণের ওয়াশ পরিকল্পনা, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন বিষয়ক এক কমিউনিটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহন করেন ও বক্তব্য দেন-পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মণ, মেজবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, কলারোয়া পৌর সভার ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তার আরিফ হোসেন, সেনেটারী ইনেন্সপেক্টার সুরেন্দ্র শেখর কাজল, সন্তোষ কুমার পাল।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উত্তরণের প্রেজেক্ট ম্যানেজার হেদায়েত উল্লাহ মুকুল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উত্তরণের প্রেজেক্ট অফিসার রাশেদ উল্লাহ। অনুষ্ঠানে ওয়াশ পরিকল্পনা বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি এবং চাহিদা সৃষ্টি লক্ষে স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত বিষয় নিয়ে কমিউনিটি কর্মশালার আয়োজন করা হয়। ওয়াশ বিষয়ক  কার্যক্রম প্রজেক্টারের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উত্তরণ, এইচপি ও প্রাকটিক্যাল এ্যাকশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *