December 24, 2024
আঞ্চলিক

কলারোয়ায় আমেরিকা প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা, আহত ৩

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় জমি জমা সংক্রান্তের জের ধরে সন্ত্রাসীরা আমেরিকা প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়েছে। এসময় সন্ত্রাসীরা অন্তঃসত্ত¡া গৃহবধূকে বাড়ী থেকে ধরে নিয়ে রাস্তায় ফেলে পিটিয়েছে। ওই গৃহবধূকে উদ্ধার করতে গিয়ে আরো ৩ জন জখম হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় ৩ জনের নামে একটি অভিযোগ দাখিল হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী রুহুল আমিন দফাদার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন- জমি জমা সংক্রান্তের জের ধরে ২০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে তার ভাইয়ের স্ত্রী বিউটি খাতুন (৩০) এর সাথে প্রতিবেশী আমির হোসেন কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অন্তঃসত্ত¡া বিউটিকে ধরে আমির হোসেন এলোপাতাড়ী মারপিট করে। এসময় তার ডাকচিৎকারে রাবেয়া খাতুন (৪০) ও সেলিনা আক্তার (১৯) এগিয়ে আসলে তাদেরও সন্ত্রাসী কায়দায় ধরে আমির হোসেন, রাকিবা খাতুন ও ছালেহা খাতুন এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকার স্বর্ণের গহনা ছিনিয়ে নেয় তারা। পরে এলাকাবাসী এগিয়ে এসে আহত অবস্থায় আমেরিকা প্রবাসীর ৩ সদস্যকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সন্ত্রাসীদের অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন-ব্যবসায়ী মনিরুল ইসলাম। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আর্কষণ করেছেন-আমেরিকা প্রবাসী রুহুল আমিন দফাদার।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *