কলারোয়ার চন্দনপুরে নৌকা-মাইক-কলস প্রতীকের কর্মীসভা
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কলারোয়ার ৭নং চন্দনপুরে সমাবেশ করেছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই সমাবেশে চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) ফিরোজ আহম্মদ স্বপন, ভাইস চেয়ারম্যান প্রার্থী (মাইক প্রতীক) আলহাজ্ব আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (কলস) সেলিনা আনোয়ারা ময়নাকে বিজয়ী করার আহবান জানানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আরাফাত হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, শওকত আলী খাঁ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, আমজের আলী, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ওলিয়ার রহমান, ইমাম হোসেন, হাসান মাসুদ পলাশ, আব্দুল হামিদ, আরিফুল হক রুবেল, জাহাঙ্গীর আলম ভুট্ট, সোহাগ রানা নয়ন প্রমুখ।