কলারোায়ায় ডেঙ্গু মশা ও মাদক প্রতিরোধে বিজিবি’র সমাবেশ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোায়ার কেঁড়াগাছি সীমান্তে ডেঙ্গু মশা ও মাদক প্রতিরোধে সমাবেশ করেছে ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কাঁকডাঙ্গা বিওপি। গতকাল শনিবার বিকালে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে কাঁকডাঙ্গা বিওপির কোম্পানী কমান্ডার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন- কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক, জিয়াদ আলী, কলারোয়া পৌর আ’লীগের সভাপতি আজিজুল ইসলাম, কৃষকলীগের সভাপতি আ: রহমানসহ কেড়াছি ইউনিয়ন ও এলাকার সূধীজন।