January 20, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

কর্মহীনদের খাবার পৌঁছে দিলো খুলনা উন্নয়ন পরিষদ

দ. প্রতিবেদক
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। উপার্জন না থাকায় ঠিকমতো সংসার চলছে না অনেকের। এসব অসহায় মানুষদের সাহায‌্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অনেক সংগঠন। এবার কর্মহীন পরিবারগুলোকে খাবার পৌঁছে দিয়েছেন খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর সদস্যরা। আজ মঙ্গলবার বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যদের মাধ্যমে এ খাবার পৌঁছে দেওয়া হয়।
খাবার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক এস এম সোহেল ইসহাক, বিতরণ কমিটির কো: চেয়ারম্যান আ: জলিল সাগর, সম্মানিত সদস‍্য আজিজুল হাসান দুলু, কো: চেয়ারম্যান অধ‍্যক্ষ মির্জা নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো: মাহাবুব আলম, শিকদার আতাউর রহমান রাজু, কনিকা চৌধুরী ফারহানা, সাইফুর রহমান সুজন, জিএম শহিদুল ইসলাম, এ‍্যাড. শিউলি সেরনিয়াবাদ এপিপি, শারমিন সুলতানা রুনা, শিরিনা পারভীন, জয়নাল ফরাজী, কাজী আইনুল মুন, মো: হাসিবুর রহমান ইমন, মো: মাসুদ রানা, খান হারুনুর রশিদ, নাজমুল হাসান, মো: আলামিন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *