April 26, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান সিটি মেয়রের

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমানে দেশে হাড় সংক্রান্ত বিভিন্ন রোগের বিস্তার দেখা যাচ্ছে। বার্ধক্যে উপনীত হতে না হতেই কমবেশী সকলকে এ জটিলতায় ভুগতে হচ্ছে। চিকিৎসকরা এ ব্যাধিকে নীরব ঘাতক হিসেবেও মন্তব্য করছেন। এ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাসহ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
সিটি মেয়র বৃহস্পতিবার সকালে নগর ভবনে ‘বোন মিনারেল ডেনসিটি পরীক্ষার মাধ্যমে হাড় ক্ষয় চেক আপ’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড-এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন দিনব্যাপী এ সেবা ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনের আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে হাড় ক্ষয় চেক-আপ করা হয়।
সংক্রামক ও অসংক্রামক সকল ব্যাধিই ক্ষতির কারণ উল্লেখ করে সিটি মেয়র আরো বলেন, দেশে আবারও কোভিড-১৯ এর বিস্তার ঘটছে। একে হালকা করে দেখার উপায় নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে তিনি প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের আরএসএম মো: মনিরুল ইসলাম, মেডিকেল এ্যাসোসিয়েট শেখ শুভ, পুষ্টিবিদ প্রজ্ঞা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *