May 12, 2024
আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হলো ২৫৯

করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বলা হচ্ছে ১১ হাজার ৭৯১ জন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৯১ জন।

কমিশন জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এ রোগের চিকিৎসায়।

স্পেন, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সেখানে আটকে পড়া ৩১৪ জনকে শনিবার (০১ ফেব্রুয়ারি) ফিরিয়ে আনা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *