May 3, 2024
আঞ্চলিক

করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

 

কেসিসি ১০ম সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের ১০ম সাধারণ সভা গতকাল রবিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভার শুরুতে কেসিসি ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন এর পিতা সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপনএর বড় ভাই আকমল আহমেদ তরুণ এবং কেসিসি ৪নং ওয়ার্ডের বার্থ রেজিষ্ট্রার এস এম মাসুদুর রহমানএর মুত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দুপুর ১২টায় নগর ভবনে দোয়া মাহফিল, আলোচনা সভা কেক কাটা কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদারকরণ, করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, বর্ষা মৌসুমের পূর্বে ড্রেনের পেড়িমাটি উত্তোলন, পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা সৃষ্টি, নগরীর ¯øুইজ গেটসমূহ তদারকি, পশু জবাইয় কার্যক্রম তদারকি, অনলাইনের মাধ্যমে পৌরকর আদায়, কেসিসি গেস্ট হাইজ কোয়ার্টারসমূহ সংস্কারসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিটি কর্পোরেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নগরবাসীর সেবা দিয়ে থাকে উল্লেখ করে সিটি মেয়র বলেন, এই সেবাদান কার্যক্রম আরো গতিশীল সময়োপযোগী করা হবে। একইসাথে নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টিতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশব্যাপী স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেপরিচ্ছন্ন শহরপরিচ্ছন্ন গ্রামকর্মসূচি উদ্বোধন করেছেন। সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সভায় খুলনা মহানগরী এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।

কেসিসি প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবার টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *