May 18, 2024
খেলাধুলা

করোনা: বেতনের অর্ধেক দিচ্ছেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এবার এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল চুক্তির বাইরেও প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটার। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)। বুধবার কোয়াব একটি তহবিল গঠন করে। সেই তহবিলেই আর্থিক সহযোগিতা করছে ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব। তবে কত টাকা দেয়া হচ্ছে তা নিশ্চিত করা হয়নি। কিন্তু ধারনা করা হচ্ছে ৮-১০ লাখ টাকা হবে। তিনটি গ্রেডে ক্রিকেটাররা মাসিক পারিশ্রমিক পায় ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।

এর আগে বিসিবির চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটারসহ মোট ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক দিয়ে করোনায় ক্ষতিগ্রস্থদের ৩১ লাখ টাকা সহযোগিতা দিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *