December 22, 2024
আঞ্চলিকলেটেস্ট

‘করোনা’ থেকে সতর্ক থাকতে খুলনা বাণিজ্য মেলায় হাত ধোয়ার ব্যবস্থা

দ. প্রতিবেদক
বিশ্বব্যাপী মহামারী হিসেবে আবির্ভূত হওয়া ‘করোনাভাইরাস’ থেকে আগত দর্শনার্থীদের সতর্ক থাকার জন্য ও জনসচেতনতা সৃষ্টিতে হাত ধোয়ার ব্যবস্থা করেছে ১৯তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক কমিটি। আজ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স চত্বরে মেলার প্রবেশ গেটে হাত ধোয়ার এ ব্যবস্থা উদ্বোধন করা হয়।
মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেসার্স চামেলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাসেল মিয়া বলেন, ‘করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী হিসেবে দেখা দিলেও বাংলাদেশে এখনো খুব একটা প্রভাব ফেলতে পারেনি। বাণিজ্য মেলায় আগত লোকজন যাতে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে পারে এবং সকলের মাঝে সচেতনতা সৃষ্টি হয় সেজন্য প্রবেশ গেটেই হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে আগত লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।’
তিনি আরও বলেন, ‘মেলার গেটে চারটি ড্রামে প্রয়োজনীয় পানি রাখা হয়েছে, সাথে ডেটল হ্যান্ডওয়াশ ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। যাতে খুব সহজেই দর্শনার্থীরা জীবাণু থেকে মুক্ত হতে পারেন।’
উল্লেখ্য, গত ১১ মার্চ দুপুরে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স চত্বরে খুলনা চেম্বার অব কমার্সের আয়োজনে ও মেসার্স চামেলী ট্রেডার্সের ব্যবস্থায় মাসব্যাপী খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মেলার মাঠে একটি ডিজিটাল ফোয়ারসহ প্রায় শতাধিক দেশি-বিদেশি স্টল ও প্যাভিলিয়ন দেখা যাবে। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য শিশুজোন, পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান, ওজু খানা, টয়লেট ও ফ্রি ওয়াই-ফাই জোনের ব্যবস্থাসহ সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করা হয়েছে। খুলনা চেম্বার প্রত্যাশা করে এবারের বাণিজ্যমেলা খুলনাবাসী সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং কড়া নিরাপত্তা বেষ্টিত বাণিজ্য মেলায় মহিলা ও শিশুসহ দর্শনার্থীরা স্বাচ্ছন্দে কেনা-কাটা করতে পারবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *