May 18, 2024
করোনাখেলাধুলা

করোনায় বিপর্যস্ত উরুগুয়ে ফুটবল দল, আক্রান্ত ১৬ জন

করোনা যেন জেঁকে ধরেছে উরুগুয়ে ফুটবল দলকে। শিবিরে একের পর এক করোনার হানা পড়ছে। সর্বশেষ সংযোজন দলটির অধিনায়ক ডিয়েগো গডিন। ১৬তম সদস্য হিসেবে শুক্রবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তিনি।

আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে উরুগুয়ে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছেন।

২০২২ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে গিয়ে যথাযথ স্বাস্ব্য প্রোটোকল না মানায় উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর প্রথম দুঃসংবাদ পায় উরুগুয়ে। দলের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হন মাতিয়াস ভিনা।

এরপর করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফলে মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। যে ম্যাচে হেরেছে উরুগুয়ে।

এদিকে উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল সালিনাস শনিবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে নয়জন খেলোয়াড় একটি বারবিকিউ পার্টিতে একত্রিত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ হয়েছেন। সবমিলিয়ে আক্রান্ত ১৬ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *