May 19, 2024
আন্তর্জাতিককরোনা

করোনায় থমকে গেলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণা

আসন্ন মার্কিন নির্বাচনে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে জমে উঠেছিল নির্বাচনী প্রচারণা।

তুমুল বিতর্ক চলছিল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে।

কিন্তু করোনার কারণে হঠাৎই সব থমকে গেলো। গত শুক্রবার (২ অক্টোবর) স্ত্রী মেলানিয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা পরীক্ষার রেজাল্ড পজেটিভ এসেছে। করোনায় আক্রান্ত হওয়ায় স্ত্রীসহ তিনি এখন আইসোলেশনে আছেন। ফলে নির্বাচনী প্রচারণা স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি।

ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিপেইনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের অংশগ্রহণে সরাসরি বা ভার্চ্যুয়াল যতো প্রচারণার আয়োজন করা হয়েছিল,  সব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স চাইলে ক্যাম্পেইন ইভেন্টগুলো পরে চালু করতে পারেন। ট্রাম্পের পরবর্তী আপডেটগুলো হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *