January 20, 2025
আন্তর্জাতিককরোনা

করোনায় আক্রান্ত মার্কিন রণতরীর নাবিকের মৃত্যু

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শারীরিক জটিলতায় সোমবার তার মৃৃত্যু হয়েছে।

গত ৩০ মার্চ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে এখনও পর্যন্ত ওই নাবিকের নাম বা তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ওই রণতরী থেকে গুয়ামে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ওই নাবিকের সঙ্গে আরও চার নাবিক আইসোলেশনে ছিলেন।

গত ৯ এপ্রিল ওই নাবিকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় একটি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত রুজভেল্ট রণতরীর ৫৮৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৪ হাজার ক্রু সদস্যকে ওই রণতরী থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

থিওডোর রণতরী ছাড়াও ইউএসএস নিমিজ এবং ইউএসএস রোনাল্ড রিগ্যান নামে আরও দু’টি রণতরীর বেশ কয়েকজন নাবিকের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *