April 26, 2024
করোনাখেলাধুলা

করোনার ভ্যাকসিন নিলেন বিসিবি সভাপতি

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি করোনার এই ভ্যাকসিন নেন।

এদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে করোনার ভ্যাকসিন দেওয়া হতে পারে। যদিও এ নিয়ে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। অবশ্য এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, ভ্যাকসিন নিতে কাউকে বাধ্য করা হচ্ছে না, ‘ক্রিকেটারদের বেলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি নিতে পারে। নিউজিল্যান্ড যেতে গত কালকের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটার টিকা নিয়ে নিয়েছে। বাকিরা কিছুটা দ্বিধায় আছে। আজ দুপুর পর্যন্ত সময় আছে। এর মধ্যে তারা মতামত জানিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে কাল কিংবা পরশু তাদের টিকা দিয়ে দেওয়া হবে।’

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। এই সফরে কিউইদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তামিম-মাহমুদউল্লাহরা। নিউজিল্যান্ডে পৌঁছে আবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বাংলাদেশকে। এর পর আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *