December 21, 2024
জাতীয়

করোনাভাইরাস: ১০ রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছে বিমান

দক্ষিণাঞ্চল ডেস্ক

বিশ্বের শতাধিক দেশে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সঙ্কটের মুখে ১০টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছে বিমান। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও কুয়েত ইতোমধ্যে বাংলাদেশ থেকে সে দেশে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক ১০টি রুটে ফ্লাইট সীমিত করায় এসব রুটে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানের সাপ্তাহিক ফ্লাইট অর্ধেকে নেমে এসেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, ১০টি আন্তর্জাতিক রুটে বিমান সাপ্তাহিক (আসা-যাওয়াসহ) ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৮টি ফ্লাইট চালু রেখেছে। বাতিল হয়ে যাওয়া ফ্লাইটের যাত্রীরা চাইলে তাদের টিকিটের টাকাও ফেরত পাবেন বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর আক্রান্ত দেশ থেকে বিমান চলাচল অনেক দেশই সীমিত করছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের অনুমান, এই অবস্থা চলতে থাকলে বিমান সংস্থাগুলো ১১ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়বে। শতাধিক দেশে ছড়িয়ে লাখের বেশি মানুষকে আক্রান্ত এবং সাড়ে তিন হাজার মৃত্যু ঘটানোর পর নভেল করোনাভাইরাস বাংলাদেশেও সংক্রমিত হয়েছে। রোববার বাংলাদেশে প্রথম তিনজন কভিড-১৯ রোগী ধরা পড়ে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *