করোনাভাইরাস: মৃতের সংখ্যা প্রায় ৫০০
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৪৯০ ছাড়িয়েছে, জাপানে একটি ক্রুজ জাহাজে ১০ জনের শরীরে ভাইসরাটি ধরা পড়েছে আর হংকংয়ের প্রথম মৃত্যুর ঘটনার পর সেখানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুটি মার্কিন এয়ারলাইন্স।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আরও ৬৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, এতে চীনের মূলভূখণ্ডে মৃতের সংখ্যা ৪৯০ জনের দাঁড়িয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনাই ভাইরাসটির উৎসস্থল বলে বিবেচিত অবরুদ্ধ শহর উহান ও এর আশপাশে ঘটেছে।
ভাইরাসটিতে চীনের মূলভূখণ্ডের বাইরে এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। হংকংয়ের ৩৯ বছর বয়সী এক ব্যক্তি উহান শহরে ঘুরতে গিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হন, নিজ শহরে ফেরার পর মঙ্গলবার তিনি মারা যান। গত সপ্তাহে উহান থেকে ফিলিপিন্সে যাওয়া এক চীনা ব্যক্তির মৃত্যু হয়। চীনের বাইরে মৃত্যুর প্রথম ঘটনা এটি।
চীনের মূলভূখণ্ডজুড়ে মঙ্গলবার আরও ৩৮৮৭ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, এতে আক্রান্তের মোট সংখ্যা ২৪ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী জানিযেছেন, ইয়োকোহামা বন্দরে একটি ক্রুজ লাইনারের ১০ আরোহীর শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়ার পর তাদের পৃথক করে রাখা হয়েছে।
কার্নিভাল কর্পোরেশনের ওই জাহাজটিতে প্রায় ৩৭০০ যাত্রী ও ক্রু আছে। এ পর্যন্ত তাদের ২৭৩ জনকে পরীক্ষার পর সন্দেহভাজন ৩১ জনের মধ্যে ১০ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভাষ্য অনুযায়ী বিশ্বের আরও ২৪টি দেশ ও অঞ্চলে ১৭৬ জনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।
ভাইরাসটির কারণে অর্থনৈতিক ক্ষতি বাড়তে থাকার মুখে প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ প্রাদুর্ভাবের কারণে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ব্যাহত হতে পারে।