করোনাভাইরাস-আম্ফানের মতো দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
মহামারী করোনা বা ঘূর্ণিঝড় আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগকালে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লারের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা প্রেসক্লাব এই মতবিনিময় সভাটি আয়োজনে সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ যেন যথাযথ তথ্য ও সহযোগিতা পায় সেজন্য সরকার ও জনসাধারণের মধ্যে সেতু হিসেবে কাজ করে গণমাধ্যম। জনগণ যদি সচেতন না হয় তবে কেবল আইন করে এসব দুর্যোগ মোকাবেলা করা যাবে না।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের সময় গুজব প্রতিরোধ করে জনসাধারণকে সচেতন ও সতর্ক করতে গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীল সংবাদ পরিবেশন করেন। এরফলে জনগণ বিভ্রান্ত ও আতঙ্কগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সঠিকভাবে মনিটরিং করার জন্য গণমাধ্যমকর্মীরা সরকারের প্রতি আহŸান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খুলনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০জন সাংবাদিকসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি।