April 26, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

করোনাভাইরাসে মৃত্যুবরণকারী বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের উদাসীনতা ও অবহেলার কারণে করোনা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার করোনার পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করছে। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারাদেশে সাড়ে ৪ শত বিএনপি নেতাকর্মীরা মারা গেছেন, এখনো আক্রান্ত রয়েছেন প্রায় দেড় সহস্রাধিক নেতাকর্মী।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির মৃত্যুবরণকারী নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে শনিবার সভাপতির বক্তব্যে মঞ্জু এসব কথা বলেন। দুপুর ১২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান সম্পন্ন হয়। সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন সাবেক সাংসদ মঞ্জু।
সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, জাফরুল্লাহ খান সাচ্চু, স ম আব্দুর রহমান, শাহ জালাল বাবলু, আরিফুজ্জামান অপু, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, আশরাফুল আলম নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মুর্শিদুর রহমান লিটন, শেখ সাদী, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, জাফরী নেওয়াজ চন্দন, নাজির উদ্দিন নান্নু, ইমাম হোসেন, সামসুল বারী পান্না, তানভীরুল আজম রুম্মন, সিরাজুল ইসলাম লিটন, সেলিম বড়মিয়া, শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বিএনপি নেতা স ম কামরুল ইসলাম, রফিকুজ্জামান বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন তালুকদার, মাহমুদ রহমান ছোট, মোহাম্মাদ আলী, সিরাজুল ইসলাম সিরু, গোলাম মোস্তফা ও যুবদল নেতা ইয়াছির আরাফাত মাসুম-এর পরিবারের হাতে তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার নগদ টাকা তুলে দেয়া হয়।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *