May 9, 2024
আঞ্চলিকলেটেস্ট

করোনাকালে পোল্ট্রি শিল্প বাঁচাতে খামারীদের ১৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন

দ. প্রতিবেদক
করোনাকালে পোল্ট্রি শিল্প বাঁচাতে খামারীদের ১৫ দফা দাবিতে শনিবার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবে বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব এস এম সোহরাব হোসেন।
লিখিত বক্তব্যে মৎস্য ও পশুখাদ্যকে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর মানসনদে চলার আইনকে পাশ কেটে আবারও নতুনভাবে বিএসটিআই-এর সাম্প্রতিক নির্দেশনা বাতিলের আহ্বান জানান। বিভাগের সকল জেলায় কৃষিজ ভিলেজ লাইভ স্টকের আদলে পাইকারী মুরগীর ডিম-খাদ্যের বাজার স্থাপনে কেসিসি-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থাপন এবং জেলা প্রাণিসম্পদ অফিসের অধীনে খুলনা মহানগরীতে ৩১টি ওয়ার্ডে মেট্রো থানা প্রাণিসম্পদের আরও ৩টি অফিস স্থাপন, জনবল বৃদ্ধি, আধুনিক ডায়াগনস্টিক ল্যাব, অবকাঠামোসহ যানবাহনের প্রয়োজনীয়তা কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা, চেম্বার পরিচালক এস এম ওবায়দুল্লাহ ও আলহাজ্ব মোশাররফ হোসেন, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, শেখ রেজানুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, তপন পাল, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, বিসমিল্লাহ ফিড মিলের আলহাজ্ব হেমায়েত উদ্দিন, ফকিরহাট ফিড মিলের আলহাজ্ব নূরুল ইসলাম, সমিতির নির্বাহী সদস্য মোঃ ইনসান আলী, সরদার হুমায়ুন কবীর, সরদার মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, ছলেমান খান, জুবায়ের রহমান প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *