করোনাকালে ধারাবাহিকভাবে সেবা দিয়ে যাচ্ছে ‘শেখ পরিবার’
খবর বিজ্ঞপ্তি
ধারাবাহিক ভাবে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছেন ‘শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক’, ‘শেখ সোহেল অক্সিজেন ব্যাংক’ এবং ‘সেখ সালাহউদ্দিন জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’। বুধবার প্রচন্ড বৃষ্টির ভিতরে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম। পরশু রাত ও গতকাল নগরীর গোয়ালখালী, তালতলা মসজিদ গলি, দৌলতপুর উত্তর দেয়ানা, নিরালা আবাসিক, খুলনা পাবলিক কলেজ রোড, বানরগাতী, সিটি গালর্স স্কুল রোড, হাজী মহাসিন রোড, মডার্ন মোড়, নিরালা দিঘীর পাড়, রূপসা স্ট্যান্ড মোড়, খালিশপুর কহিনুর মোড়, দৌলতপুর, টুটপাড়া তালতলা হাসপাতাল মোড়, আইচগাতী, সোনাডাঙ্গা আল আকসা মোড়সহ নগরীর বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হয়।
এছাড়া সেখ সালাহউদ্দিন জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এর মাধ্যমে নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, শেখপাড়া থেকে শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, সিটি মেডিকেল থেকে গাজী মেডিকেল, বেলফুলিয়া থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, গোবরচাকা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শাপলা ক্লিনিক থেকে গাজী মেডিকেল, ফরাজীপাড়া থেকে গাজী মেডিকেল, শাহীন হোটেলের পাশর্^ থেকে রূপসা, পার হাউস মোড় থেকে খুলনা সদর হাসপাতাল, ফরাজীপাড়া থেকে গাজী মেডিকেলসহ নগরীর বিভিন্ন স্থানে রোগী আনা নেওয়া করা হয়।
সেখ সালাহউদ্দিন জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এর অন্তর্ভুক্ত দুটি অ্যাম্বুলেন্স সর্বদা রোগী আনা নেওয়া কাজে নিয়োজিত। শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এর শতাধিক অক্সিজেন সিলিন্ডার এর মধ্যে গতকাল অর্ধশত সিলিন্ডারের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করা হয়। নগরীর শেরে বাংলা রোডস্থ শেখবাড়িতে কন্টোল রুমের মাধ্যমে এ অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা সমন্বয় ও তত্ত্বাবধান করা হচ্ছে।
গতকাল সকাল থেকে সেখানে উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোঃ রায়হান ফরিদ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফয়েজুল ইসলাম টিটো, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ সদস্য আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, শতকাত হোসেন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, ওয়ার্ড যুবলীগ নেতা মাসুম উর রশিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এবং সেখ সালাহউদ্দিন জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে বিনামূল্যে সেবা পাওয়ার জন্য হটলাইন নম্বর ০১৪০৩৪৭৭০৯৭।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়