কপিলমুনিতে অবাধ্য কিশোরীকে ফিরো পেল তার পরিবার
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে মায়ের অবাধ্য কিশোরী ফতেমাকে ইউএনও’র সহযোগীতায় ফিরে পেল তার পরিবার। জানাযায়, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও নাছিরপুর গ্রামের মৃত হারুন শেখের মেয়ে ফতেমা খাতুন প্রায়ই তার মা ও ভাইয়ের সাথে কারণে-অকারণে ঝগড়া করে। মাঝে মধ্যে সে তার মা ভাইয়ের উপদেশ না মেনে বাড়ীর থেকে চলে যায়। মাঝে মধ্যে মায়ের কাছে বিভিন্ন জিনিস দাবী করে যা পূরণ করা অসহায় পরিবারের সামর্থের বাইরে। অসুস্থ মা মেয়ের এই খামখেয়ালীপনা এলাকার বিভিন্ন মানুষের কাছে জানালে তারা ফতেমাকে অনুরোধ করলেও সে শোনেনি। তবে ফতেমার দাবী, তাকে তার মা ও ভাই বিভিন্ন সময় মারপিট করে থাকে।
এদিকে শনিবার সকালে আবারো পূর্বের ন্যায় ফতেমা বাড়ী থেকে চলে যায়। এসময় কপিলমুনির পার্শ্ববর্তী মামুদকাটী বাজার থেকে পাইকগাছা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর রোববার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ফতেমাকে নিয়ে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে যান, সেখানে গিয়ে তার মা ও বড় ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, সাবেক অধ্যক্ষ মোঃ সহর আলী গাজী, পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইনপেক্টর সঞ্জয় দাশ, শেখ আছাদুর রহমান পিয়ারুল, ইউপি মেম্বর আঃ আজিজ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মিন্টু প্রমুখ।