May 18, 2024
খেলাধুলা

কক্সবাজারে বসছে সাবেক তারকাদের মেলা

বিগত কয়েক বছরের ন্যায় এবারও কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে বসছে সাবেক ক্রিকেটারদের খেলার আসর। যেখানে মাঠ মাতান দেশের ক্রিকেটের সাবেক তারকা ক্রিকেটাররা।

গত কয়েকবছর মাস্টার্স ক্রিকেট কার্নিভাল নামে হলেও, এবার লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি (এলসিটি) নামে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।

নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, একমি স্ট্রাইকার্স, বৈশাখী বেঙ্গলস, জা’দুবে স্টারস, জেমকন টাইটানস ও এক্সপো রেইডারস- এ ছয় দলের অংশগ্রহণে হবে দশ ওভারেই এই অভিনব ক্রিকেট টুর্নামেন্ট।

১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে জেমকন টাইটানস ও একমি স্ট্রাইকার্স। একইসময়ে অন্য মাঠে খেলবে বৈশাখী বেঙ্গলস ও জা’দুবে স্টারস।

লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

টুর্নামেন্টের ছয় দলের আইকন খেলোয়াড়রা হলেন নাইমুর রহমান দুর্জন (নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স), খালেদ মাসুদ পাইলট (একমি স্ট্রাইকার্স), মিনহাজুল আবেদিন নান্নু (বৈশাখী বেঙ্গলস), আকরাম খান (জা’দুবে স্টারস), খালেদ মাহমুদ সুজন (এক্সপো রেইডারস) ও হাবিবুল বাশার সুমন (জেমকন টাইটানস)।

এলসিটি টেন ডট টেনের আয়োজক এইস ও ক্রিকবল। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছে ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠন কোয়াব। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সুবরা সিস্টেমস লিমিটেড। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

টুর্নামেন্টের ছয় দলের স্কোয়াড

নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স
নাইমুর রহমান দুর্জয় (আইকন), আতহার আলি খান (মেন্টর), শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ফারুক আহমেদ, সাজু দত্ত, তানভির আহমেদ, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন মনা, তৌহিদ হোসেন শ্যামল, নাসির হোসেন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাতী, কামরুল পায়েল, রাজন ভুইয়া, সোহেল হোসেন পাপ্পু।

একমি স্ট্রাইকার্স
খালেদ মাসুদ পাইলট (আইকন), জাহিদ রাজ্জাক (মেন্টর), মোহাম্মদ রফিক, গোলাম মোস্তফা, এহসানুল হক সেজান, মাহবুবুল আলম রবিন, মুশফিকুর রহমান বাবু, হাসিবুল হোসেন শান্ত, আনিসুল হাকিম খান রব্বানি, আলি আরমান রাজন, রাশিদুল হক সুমন, মোহাম্মদ তারিকুল ইসলাম, শাফায়েত কিরন, জাকির হাসান, আজম ইকবাল।

বৈশাখী বেঙ্গলস
মিনহাজুল আবেদিন নান্নু (আইকন), আজহার উদ্দিন শান্টু (মেন্টর), ফরিদ উদ্দিন মাসুদ, মনিরুজ্জামান টিংকু, আলমগীর কবির, মোহাম্মদ সানোয়ার হোসেন, মাহমুদুল হাসান রানা, আনোয়ার হোসেন মনির, হাসানুজ্জামান ঝড়ু, নিয়াজ মোর্শেদ নাহিদ, শাহনেওয়াজ কবির, দেবব্রত পাল, শেখ ফরিদ, আনোয়ার হোসেন, ইমরান আহমেদ।

জা’দুবে স্টারস
আকরাম খান (আইকন), নুরুল আবেদিন নোবেল (মেন্টর), রাসেল পারভেজ, সজল চৌধুরী, রফিকুল ইসলাম খান, নাজমুল হোসেন, মোবাল্লিগ জেমস, মোহাম্মদ হুমায়ুন কবির, এনামুল হক মনি, জামাল উদ্দিন আহমেদ, এস এম গোলাম ফাইয়াজ, ইমরান পারভেজ রিপন, মাহমুদ জামান, মোহাম্মদ সাজ্জাদুল করিম চয়ন, রুবায়েত জামিল।

এক্সপো রেইডারস
খালেদ মাহমুদ সুজন (আইকন), নাসির আহমেদ নাসু (মেন্টর), ফয়সাল হোসেন ডিকেন্স, তালহা জুবায়ের, মেহরাব হোসেন অপি, আসাদউল্লাহ বিপ্লব, বাসেল উদ্দিন আহমেদ, মোহাম্মদ সামিউল হক বিদ্যুৎ, জহিরুল হক খান রাশেদ, মোরশেদ আলি খান, নাইম আফরোজ খান, সাইফউদ্দিন আহমেদ, সাজ্জাদ আহমেদ শিপন, মিজানুর রহমান বাবুল, মফিজুল ইসলাম বিপ্লব।

জেমকন টাইটানস
হাবিবুল বাশার সুমন (আইকন), সারোয়ার ইমরান (মেন্টর), আব্দুল হান্নান সরকার, জাবেদ ওমর বেলিম, মাসুদুর রহমান মুকুল, শাফাক আল জাবির, মোহাম্মদ সেলিম, তারেক আজিজ খান, মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মুরাদ খান, সঞ্জয় চক্রবর্তী, আশিক মজুমদার, হারুন অর রশিদ লিটন, মাসুমউদ দৌলা, ফাহিম মুন্তাসির সুমিত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *