ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন তামিম
বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ওপেনার।
মিরপুরে রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
তামিমকে ঠিক কতদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি অবশ্য বোর্ডের পক্ষ জানানো হয়নি।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে নেতৃত্বের ইতি টানেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি। ম্যাচের আগের দিন নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে মাশরাফি বলেছিলেন, নতুন অধিনায়ককে যেন দায়িত্ব দেওয়া হয় ২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে।
জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তামিমের জন্য অবশ্য নতুন নয়। এর আগে সহ-অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি অধিনায়কত্বও করেছেন তিনি।
গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের আগে চোট নিয়ে ছিটকে যান নিয়মিত অধিনায়ক মাশরাফি। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব পেয়েছিলেন তামিম। তিন ম্যাচেই অবশ্য হেরে যায় দল।
২০১৭ সালে একটি টেস্টেও নেতৃত্ব দিয়েছেন তামিম। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম চোট নিয়ে ছিটকে গেলে ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন তখনকার সহ-অধিনায়ক তামিম। ম্যাচটি ৯ উইকেট হেরেছিল বাংলাদেশ।