May 19, 2024
আন্তর্জাতিক

ওমিক্রন নিয়ে ফের সতর্ক করলো হু

মহামারি করোনার নতুন ভ‌্যারিয়েন্ট ওমক্রিন নিয়ে আবারও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

বুধবার (২৯ ডিসেম্বর) ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকি’ হিসেবে বর্ণনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতিমধ‌্যে অনেক দেশে রেকর্ড পরিমাণ ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটা পুরো স্বাস্থ‌্য ব‌্যবস্থাকে ঝুঁকির মধ‌্যে ফেলতে পারে।

আজ বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এর আগে এক দিনে ইতালি, গ্রিস, পর্তুগাল, ইংল‌্যান্ডের করোনা শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে।

এদিকে, ওমিক্রনের বিস্তার রোধে ইতিমধ‌্যে ইউরোপের বিভিন্ন দেশে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।

 

এর আগেও ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারির এই ভ‌্যারিয়েন্টের বিস্তার রোধে ক্রিসমাসের বিভিন্ন অনুষ্ঠান বাতিল বা পেছানোর কথা বলেছিলো সংস্থাটি।

 

এদিকে, আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৫৪ লাখ ৩১ হাজার ৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ১০ হাজার ৮৬৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার ২৭১ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *