April 25, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

ওডেসা ছেড়ে গেল ইউক্রেনের প্রথম শস্য চালান

ইউক্রেনের খাদ্যশস্য রফতানি নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। সোমবার (১ আগস্ট) ২৬ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর ওডেসা থেকে প্রথম শস্যবাহী জাহাজ ছেড়ে যায়।

গত ২২ জুলাই তুরস্ক ও জাতিসংঘের অংশগ্রহণে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য রপ্তানির যে চুক্তি হয়েছে তারই ফল হিসেবে এ রপ্তানি শুরু হলো।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শস্যের প্রথম চালানটি ওডেসা থেকে ছেড়ে যাওয়ার আগে কয়েকটি প্রক্রিয়া শেষ করে। সিয়েরা লিওনে পতাকাবাহী রাজনি নামে একটি জাহাজে করে চালানটি ছাড়া হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদক জন হেন্ড্রেন জানিয়েছেন, জাহাজে ২৬ হাজার টন ভুট্টা রয়েছে। এটি লেবাননের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এ ব্যাপারে নিশ্চিত করে। জাতিসংঘ বিবৃতিতে জানিয়েছে, রাজনি নামে কার্গো জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা বহন করছে।

আগামী মঙ্গলবার (২ আগস্ট) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছাবে জাহাজটি।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে রাশিয়া। এতে দীর্ঘসময় খাদ্য রফতানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থায় নিরসনে এগিয়ে আসে তুরস্ক ও জাতিসংঘ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *