ওজোপাডিকোর হাতিয়ে নেয়া টাকার মধ্যে ২ কোটি টাকা ফেরত চায় খুলনাবাসী
জনউদ্যোগের মতবিনিময় সভায় বক্তারা
‘প্রি-পেইড মিটার নিয়ে জনমনে ক্ষোভ, সমাধানে ওজোপাডিকোর নেই কোন উদ্যোগ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ইতোপূর্বে হাতিয়ে নেয়া দু’শ কোটি টাকার ১% রিবেট বাবদ দু’কোটি টাকা ফেরত চায় খুলনাবাসী। অন্যথায় ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে এ অঞ্চলের সাধারণ নাগরিকদের সাথে নিয়ে দুর্বার গনআন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, সরকারের ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ দেয়ার উদ্যোগকে ভেস্তে দেয়ার হীন মানসিকতায় ওজোপাডিকোতে এখন অনেকটা প্রকল্প বাণিজ্য চলছে। একের পর এক প্রকল্প গ্রহণ করা হলেও বিদ্যুৎ গ্রাহকদের কোন কাজে আসছে না, বরং কোম্পানীর হাতে গোনা কিছু কর্মকর্তার পকেট ভারী হচ্ছে। এসব দুর্নীতির বিরুদ্ধে এখনই রুখে না দাড়ালে কোম্পানীর খরচ বাড়তে বাড়তে একদিন তা গ্রাহকদের ওপরই চাপিয়ে দেয়া হবে বিদ্যুতের দাম বাড়ানোর মধ্যদিয়ে।
নাগরিক সংগঠন জনউদ্যোগের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নগরীর বিএমএ’র সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিএমএ খুলনার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: শেখ বাহারুল আলমের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক ছিলেন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স।
জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা নাগরিক সমাজের সভাপতি এড. আফম মহসীন, বৃহত্তর আমরা খুলনাবাসীর চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতা আলহাজ্ব শেখ মহিউদ্দিন ও শাহীন জামাল পন, আওয়ামী লীগ নেতা শাহজাহান পারভেজ, জাসদ নেতা খালিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, নিরাপদ সড়ক চাই-নিসচা’র জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এসএম ইকবাল হোসেন বিপ্লব, নাগরিক নেতা মাসুদ মাহমুদ, আ: হালিম, সৈয়দ ইমাম হোসেন বাচ্চু, সেলিম বুলবুল, শরীফুল ইসলাম সেলিম, আইনুল হক, জেসমিন জামান,শাহ লায়েকুজ্জামান, জি এম রাসেল, ইসরাত আরা হীরা, মাহবুবুল আলম বুলবুল, জিয়াউর রহমান স্বাধীন, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন, সাংবাদিক ইয়াসিন আরাফাত রুমি প্রমুখ।
সভার সভাপতি ডা: শেখ বাহারুল আলম এ বিষয়ে আরও বিস্তারিত মতামত জানতে আগামী সোমবার বেলা ১১টায় বিএমএ মিলনায়তনে পরবর্তী সভা আহবানের কথা উল্লেখ করে ওই সভায় খুলনার বিদ্যুৎ গ্রাহক, নাগরিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার আহবান জানান।