May 3, 2024
ফিচারলেটেস্ট

ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিএল কলেজ: দৃশ্যমান উন্নতি হয়েছে, আরও হোক

বিএল কলেজের অনেক পরিবর্তন হয়েছে, কলেজ ক্যাম্পাসের চারপাশে দৃষ্টি দিলে সেটা চোখে পড়ে। আজ থেকে ২৫বছর আগে যারা এই বিশ্ববিদ্যালয় কলেজে পড়েছেন, এখন  তারা কলেজে গেলে অবাক না হয়ে পারবেন না। এ যেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই প্রতিবেদক কিছু দিন আগে গিয়েছিলেন কোলকাতার যাদপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে যেমন সবকিছু সাজানো, ছোটো ছোটো রাস্তা, গাছগাছালি, ভবন, পুকুর; এখানেও সেরকম, হয়তো অবিকল একই রকম নয়, কিন্তু দুটি ক্যাম্পাসের মধ্যে সাদৃশ্য আছে। ইংরেজিতে একটি কথা আছে, Similar, not same। এখানে সেই কথাটি প্রযোজ্য।

যাহোক, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের প্রতিচ্ছবি এসব প্রতিষ্ঠান। দেখলেই মনপ্রাণ জুড়িয়ে যায়, প্রশাসনিক ভবনের সামনে দাঁড়ালে নদী দিয়ে জাহাজ বা লঞ্চের শব্দ শোনা যেতো একসময়, আজও সেটা যায়।

কলেজটিতে বস্তুগত অনেক উন্নতি দৃশ্যমান। আরও উন্নতি করুক, ক্রমশ সে এ অঞ্চলের মানুষের প্রত্যাশাকে ছাড়িয়ে যাক। এ অঞ্চলের মানুষ আলোকিত হয়েছে, আরও হোক।

যারা এই সব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, বিশেষ করে ব্রজলাল চক্রবর্তী, তিঁনি স্বর্গবাসী হোন।

শেয়ার করুন: