January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়ন করতে হবে : বি এম মোজাম্মেল

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সাথে মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করে ত্যাগী ও জনপ্রিয় ব্যক্তিদেরকে মনোনয়ন প্রদান করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে তাই দলীয় প্রার্থীর বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের ব্যাপারে দল কঠিন সিদ্ধান্ত নেবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিঃ মৃণাল কান্তি জোর্দ্দার, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ছাত্রনেতা চিশতি নাজমুল বাসার সম্রাট প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *