November 26, 2024
আঞ্চলিকশীর্ষ সংবাদ

এ বছর জ্বালানি তেল থেকে ২৭০০ কোটি ডলার পাবে ইরান

ইরান ২০২৩ সালে জ্বালানি তেল বিক্রি করে ২৭০০ কোটি মার্কিন ডলারের বেশি রাজস্ব পাবে। দেশটির জাতীয় সংসদের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে এ বছর ইরান প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল বিক্রি করবে।

ইরানের জাতীয় সংসদের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জন্য ২০২৩ সালেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সরবরাহ বেশ কঠিন হবে। নিষেধাজ্ঞার কারণে গত বছরের চেয়ে এ বছর তেল উৎপাদনের সক্ষমতা কিছুটা কমতে পারে।

দেশটির ওই গবেষণা প্রতিবেদন অনুসারে, ‘২০২৩ সালে ইরান প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল বিক্রি করতে পারবে। ওই রিপোর্টে ধারণা দেওয়া হয়েছে যে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়বে।’

ইরানের জাতীয় সংসদের রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব অব্যাহত থাকবে এবং ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করার সম্ভাবনার কারণে দেশটির ওপরে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়বে।

এই প্রতিবেদনের ভিত্তিতে বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ২০২৩ সালে ইরান প্রতি ব্যারেল জ্বালানি তেল ৮০ মার্কিন ডলারের কমে বিক্রি করবে এবং বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ।

সূত্র : প্রেস টিভি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *