খেলাধুলা এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন দিপু চাকমা December 2, 2019 সিনিয়র করেস্পন্ডেন্ট দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে তায়কোয়ান্দো থেকে প্রথম স্বর্ণ পেয়েছে বাংলাদেশ। নিজের ইভেন্টে সেরা হয়েছেন দিপু চাকমা এর আগে কারাতে থেকে দেশকে প্রথম পদক এনে দেন হুমায়রা আক্তার অন্তরা। পরে কারাতে ব্রোঞ্জ জেতেন হাসান খান সানও। শেয়ার করুন: