November 26, 2024
আঞ্চলিক

এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা ওয়ারিয়র্স ও ভৈরব রাইডার্সের শুভ সূচনা

 

খবর বিজ্ঞপ্তি

আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজনে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২১’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খুলনায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। গতকাল মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় খুলনা ওয়ারিয়র্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে খুলনা রয়েলসকে এবং দ্বিতীয় খেলায় ভৈরব রাইডার্স ৭ রানে হিমেল-তৈয়্যেবা যুব সংঘকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।

সকালে প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা রয়েলস নির্ধারিত ২০ ওভারে ৭৬ রান করেন। জবাবে খুলনা ওয়ারিয়র্স ১৩.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। বিজয়ী দলের পক্ষে আজিজুর রহমান তন্ময় অপরাজিত ৩৬, নুর ইসলাম রকি অপরাজিত ২২ ও হাসান আহমেদ মোল্লা ১০ রান করেন। এছাড়া বিজয়ী দলের পক্ষে রফিক আলী ৩টি ও মাকসুদুর রহমান, আহমেদ মুসা রঞ্জু ও আজিজুর রহমান তন্ময় ১টি করে উইকেট পায়। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান তন্ময়।

এদিকে দুপুরে দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ভৈরব রাইডার্স ৮ উইকেটে ১০৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে ফেরদৌস রহমান সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া এমএ হাসান ১৬, রফিউল ইসলাম টুটুল ১৫ ও এজাজ আলী ১৪ রান করেন। জবাবে হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রানে সংগ্রহ করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে রফিউল ইসলাম টুটুল ২০ রানে ২টি উইকেট দখল করেন। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন ভৈরব রাইডার্সের ফেরদৌস রহমান।

এর আগে সকাল ৯টায় রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো, মনিরুজ্জামান তালুকদার এবং আরাফাত গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আশফাকুর রহমান রাজিব। সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ।

উপস্থিত ছিলেন ভৈরব রাইডার্সের স্বত্তাধিকারী ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, খুলনা ওয়ারিয়র্সের ম্যানেজার ও ক্লাবের নির্বাহী সদস্য মো. শাহ আলম, হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ স্বত্তাধিকারী আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা রয়েলস্ এর সত্ত¡াধিকারী আলমগীর হান্নান, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ), সদস্য শেখ মোঃ সেলিম, আসাদুজ্জামান খান রিয়াজসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *