May 20, 2024
খেলাধুলালেটেস্ট

‘এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে’

এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শোরগোল ক্রিকেট বিশ্বে। সেই তালিকায় যুক্ত হলেন দানিশ কানেরিয়া। এই মুহূর্তে ভারতকে এলোমেলো একটা দল মনে হচ্ছে পাকিস্তানের সাবেক এই বোলারের কাছে। পাকিস্তানকে এশিয়া কাপের ফেভারিট বলেও মনে করেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এমন মন্তব্য করেন পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলা কানেরিয়া।

“দুই দলের মধ্যে পাকিস্তান এগিয়ে আছে। কারণ, ভারত এই মুহুর্তে সুবিধাজনক অবস্থায় নেই। তারা জানেই না কোন পেসার একাদশে খেলাবে।”

তিনি যোগ করেন, “তাদের স্পিনারদের মধ্যে যুজবেন্দ্র চেহেল অধারাবাহিক। আমার মতে তাদের স্পিন আক্রমণ হওয়া উচিত- কুলদীপ ইয়াদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। যদি অতিরিক্ত কাউকে রাখতে হয়, সেটা হওয়া উচিত রবি বিষ্ণই।”

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ২ সেপ্টেম্বর, পাল্লেকেল্লেতে। পরের পর্বে গেলে আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দল দুটির। আর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি মুখোমুখি হবে ১৪ অক্টোবর।

ক্রীড়া সংবাদদাতা

শেয়ার করুন: