May 19, 2024
খেলাধুলা

এমবাপে বললেন, রিয়ালে যাবো না পিএসজিতেই আছি

বলা যায় পুরোপুরি উল্টো সুর এখন কিলিয়ান এমবাপের কণ্ঠে। প্রায় সবাই ধরে নিয়েছিল, জানুয়ারিতে মধ্যবর্তী দল বদলে পিএসজি ছেড়ে হয়তো রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে। কিন্তু এখন দেখা যাচ্ছে, এমবাপে মৌসুমের মধ্যখানে আর মাদ্রিদে ঠাঁই গাড়তে যাচ্ছেন না। তিনি পুরোপুরিই পিএসজিতে থেকে যাওয়ার ঘোষণা দিলেন।

চলতি মৌসুম শেষ হলেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এমবাপের। এরমধ্যে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও করেননি তিনি। চুক্তি না করলে আগামী জুনেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে। সে ক্ষেত্রে যে কোনো ক্লাবেই নিজের ইচ্ছেমত যেতে পারবেন ফরাসী এই তারকা। চাইলে পিএসজিতেও থাকতে পারবেন।

জানুয়ারিতে দলবদল করবেন কি না, সে সম্পর্কে জানতে চাইলে এমবাপে বলেন, ‘না, জানুয়ারিতে নয়। আমি আপাতত পিএসজিতেই সুখি আছি। আমি শতভাগ দিয়েই এই মৌসুমটা পিএসজিতে শেষ করতে চাই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমি নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে চাই। একই সঙ্গে ফ্রেঞ্চ লিগ এবং ফ্রেঞ্চ কাপও জিততে চাই। এর সব কৃতিত্বই আমি দিতে চাই সমর্থকদের। কারণ, তারা এটা পাওয়ার দাবিদার।’

‘আমি মনে করি, পিএসজির হয়ে আরও অনেক কিছু জয় করা উচিৎ আমার। এই মৌসুমেই আমি সব কিছু জয় করতে চাই। প্যারিস হচ্ছে আমার শহর। এখানে আমি জন্মগ্রহণ করেছি। এখানেই বেড়ে উঠেছি। পিএসজির হয়ে খেললে মনে হয় যেন আমি আমার পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে খেলছি।’

মেসির প্রশংসায়ও পঞ্চমুখ এমবাপে। তিনি বলেন, ‘একই সঙ্গে আমার জন্য বড় প্রাপ্তি যে আমি আমার সন্তান এবং বন্ধুদের বলতে পারছি যে আমি তার (মেসি) সঙ্গে খেলি। তাকে প্যারিসে আমরা সত্যিই আনন্দিত। ফ্রান্সের ফুটবলের জন্য খুবই স্মরণীয় এক ঘটনা।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *