May 4, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

এমপি সেখ জুয়েল প্রদত্ত গাছের চারা ছাত্রলীগ ও যুবলীগের কাছে হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ এর অংশ হিসেবে বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েলের প্রদানকৃত বিভিন্ন ফলজ, বনদ ও ঔষধি গাছের চারা খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে সংসদ সদস্যের পক্ষে এ সব গাছের চারা প্রধান অতিথি হিসেবে হস্তান্তর করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক বিএমএ সজিব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোস্তফা শিকদার, মাসুম উর রশিদ, তাজদিক উর রহমান জয়, মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসির আলী, পাপ্পু সরকার, দিদারুল আলম, মেহেদী হাসান সুজন, রহমত সরদার, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইমুন নিয়ত, শংকর কুন্ড, গালিব হোসেন, অভিজিৎ সরকার রাহুল, সোহান সাদী, রেজওয়ান খান রিজু, রুমান আহমেদ, পিয়াল হাসান, রিয়াদ খান, রফিকুল ইসলাম, পল্লব হাসান শুভ, বরকত উল্লাহ রাজ, তানভীর ইসলাম সাব্বির, রাব্বি আহমেদ রানা, মাহামুদুল হাসান, রায়হান শিকদার প্রমুখ।
উল্লেখ্য যে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েলের পক্ষে প্রায় তিন হাজার দুই শত ফলজ, বনদ ও ঔষধি গাছের চারা ইতিমেধ্য আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক বিতরণ করা হয়েছে। খুলনা মহানগর ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এবং ওয়ার্ডভিত্তিক এসব ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করবেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *