এমপি সেখ জুয়েল ও শাহানা ইয়াসমিন শম্পার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার উদ্যোগে খুলনা-২ আসনের ১৬টি ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের ১৬০ জন মহিলা নেত্রীর মাঝে শাড়ি ও থ্রি পিচ বিতরণ করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় খুলনা-২ আসনের সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন খুলনা জাতীয় মহিলা সংস্থা’র সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যুক্ষ রুনু ইকবাল বিথার। বিশেষ অতিথি ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাইদুর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন ইলিয়াস, সাধারণ সম্পাদিকা নুরানী রহমান বিউটি, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান রুমী, কাউন্সিলর মাহমুদা বেগম, ২২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজোয়ানা প্রধান, ২৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগম, ২৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রীতা আলম, ৩০ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আফরোজা হক প্রমূখ নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়