April 27, 2024
খেলাধুলা

এবার ম্যারাডোনাকে সম্মান জানানো হবে মহাকাশে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা প্রয়াত হয়েছেন দেড় বছর আগে। মৃত্যুর পর থেকেই বিখ্যাত এই ফুটবলারকে নানাভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে।

কখনও মূর্তি বানিয়ে, কখনও আস্ত বিমানকে মিউজিয়াম বানিয়ে, কখনও স্টেডিয়ামের নাম বদল করে ম্যারাডোনার প্রতি সম্মান জানানো হয়। এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানানো হবে মহাকাশে।

আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে।

প্রয়াত তারকার এক জোড়া জুতো এবং একটি হার্ড ড্রাইভ ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে। সেই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার সমর্থক এবং অনুরাগীদের ভিডিও এবং অডিও বার্তা থাকবে।

কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হয়েছে ‘কসমিক কাইট’। ম্যারাডোনাকে প্রথমবার ওই নামে ডেকেছিলেন উরুগুয়ের এক সাংবাদিক। ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোলের পর সেই নাম সর্বত্র প্রচলিত হয়ে যায়। দেশের মানুষও তাকে ওই নামে ডাকতেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *