April 23, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

একদিন বাদে খুলনা বিভাগে করোনায় তিনজনের মৃত্যু

দ. প্রতিবেদক
খুলনা বিভাগে করোনা সাংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬১ জন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সর্বশেষ শুক্রবার খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি। তবে শনাক্ত হয়েছিল ৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে যশোরে দুই জন ও ঝিনাইদহে এক জন রয়েছেন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৮৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫ হাজার ৯৫২ জন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৬৩ জনের। এ ছাড়া যশোরে ৪৯০ জন, ঝিনাইদহে ২৬৬, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২১, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ৯ জন করে। এ ছাড়া খুলনায় চার জন, বাগেরহাট শূন্য, সাতক্ষীরায় তিন জন, যশোরে আট জন, নড়াইল এক জন, মাগুরায় শূন্য, ঝিনাইদহ শূন্য, চুয়াডাঙ্গায় চার জন ও মেহেরপুরে এক জনের করোনা শনাক্ত হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *