November 25, 2024
আন্তর্জাতিক

একদিনে ৯৩ বিলিয়ন ডলার খুইয়েছেন মার্কিন ধনীরা

একদিনে যুক্তরাষ্ট্রের ধনীরা বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তাদের হারানো সম্পদের পরিমাণ ৯৩ বিলিয়ন ডলার, যা দৈনিক হিসাবে এখন পর্যন্ত নবম সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিত মূল্যস্ফীতির কারণেই মূলত বাজার পরিস্থিতি উত্তপ্ত। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেফ বেজসের সম্পদ কমেছে নয় দশমিক আট বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে যাদের সম্পদ কমেছে তাদের মধ্যে এটি সর্বোচ্চ। ইলন মাস্কের সম্পদ কমেছে আট দশমিক চার বিলিয়ন ডলার।

তাছাড়া মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সের্গেই ব্রিন ও স্টিভ বলমারের সম্পদ চার বিলিয়নেরও বেশি কমেছে। এদিকে ওয়ারেন বাফেট ও বিল গেটস যথাক্রমে তিন দশমিক চার বিলিয়ন ও দুই দশমিক আট বিলিয়ন ডলার হারিয়েছেন।

বিলিয়নিয়ারদের একদিনে এত ক্ষতিতে বোঝা যাচ্ছে মার্কিন স্টক মার্কেটে কম দামে ব্যাপক শেয়ার কেনা-বেচা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে অনেক বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে।

জানা গেছে, এসঅ্যান্ডপি ৫০০-এর সূচক কমেছে চার দশমিক চার শতাংশ, যা ২০২০ সালের পর সর্বোচ্চ। অন্যদিকে নাসদাক-১০০ এর সূচক কমেছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ, ২০২০ সালের মার্চের ১২ শতাংশের পর সর্বোচ্চ।

চলতি বছরের কয়েকটি খারাপ দিনের মধ্যে এটি বিলিয়নিয়ার ও বাজারের জন্য খারাপ দিন। গত মাসেও যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়াররা একদিনে ৭৮ বিলিয়ন ডলার হারায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *