January 19, 2025
খেলাধুলা

উড়ছে জার্মানি, একই দিনে প্রথম জয় স্পেন-ফ্রান্সের

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে তুলনামূলক দুর্বল জর্জিয়ার বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। ম্যাচের একদম শেষ সময়ের গোলে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

জর্জিয়ার ঘরের মাঠ ডায়নামো এরেনায় ম্যাচের প্রথম গোল হজম করেছিল স্পেনই। ৪৩ মিনিটের সময় জর্জিয়াকে এগিয়ে দেন ভিচা কেভারাৎস্কেলিয়া। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৬ মিনিটের সময় সমতা ফেরান ফেররান টরেস।

মনে হচ্ছিল দ্বিতীয় ম্যাচেও হয়তো ড্র নিয়েই ফিরতে হবে স্পেনকে। তবে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত যোগ করা দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন দানি ওলমো।

এই গোলের সুবাদেই বাছাইপর্বে প্রথম জয় পেয়েছে স্পেন। এর আগে শুক্রবার গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। জর্জিয়ার বিপক্ষে জেতার পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দুই নম্বরে অবস্থান করছে স্পেন। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইডেন।

দুই ম্যাচ পর স্পেনের মতো অবস্থায়ই রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। রোববার তারা কাজাখাস্তানের বিপক্ষে পেয়েছে ২-১ গোলের কষ্টার্জিত জয়। প্রথমে ওসুমানে দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর, আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে ফ্রান্সের।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন কাইলিয়ান এমবাপে। তবে এতে ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। এবার প্রথম জয়ের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষেই রয়েছে ফ্রান্স। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফিনল্যান্ড।

অন্যদিকে বাছাইপর্বে রীতিমতো উড়ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল জার্মানি। রোববার তারা ১-০ গোলে হারিয়েছে রোমানিয়াকে। দলের পক্ষে ম্যাচের ১৬ মিনিটে জয়সূচক গোলটি করেছেন সার্জ জিনাব্রি। এরপর সুযোগ পেলেও গোল করতে পারেনি তারা।

এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল জোয়াকিম লো’র শিষ্যরা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে জার্মানি। জে গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে আর্মেনিয়াও। তবে তাদের অবস্থান দ্বিতীয়।

দিনের অন্যান্য ম্যাচে বুলগেরিয়াকে ২-০ গোলে ইতালি, স্যান ম্যারিনোকে ৩-০ গোলে হাঙ্গেরি, লিথুনিয়াকে ১-০ গোলে সুইজারল্যান্ড এবং আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *