উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ২
কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প-২ ডব্লিও’র সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ ও মো. আনাছের ছেলে শামসু আলম।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামশুদ্দৌজা নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বিস্তারিত খবর এখনও পাইনি। খোঁজ-খবর নিচ্ছি।