May 6, 2024
জাতীয়লেটেস্ট

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার নির্দেশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অনেক মানুষ গ্রামে যাবেন। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে।’

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন

দেশ ও জনগণের সেবায় কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেছেন, ‘পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’

ঈদযাত্রায় কেউ কোনো সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, ‘বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা প্রয়োজনে নেওয়া যেতে পারে।’

সভায় শপিং মল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ঈদগাহসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

জীবনের ঝুঁকি নিয়ে বাস ও ট্রেনের ছাদে এবং নৌযানে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঈদকে কেন্দ্র করে নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ ইউনিটকে নিজ নিজ অধিক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ এবং বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *