ই-নথি কার্যক্রমে দেশ সেরা পাইকগাছা
পাইকগাছা প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাইকগাছা উপজেলা প্রশাসন। এবার ই-নথি কার্যক্রমে দেশ সেরা হয়েছে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। ডিসেম্বর মাসে ই-নথি কার্যক্রমে সারা বাংলাদেশের মধ্যে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দেশের সকল উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে বলে ইউএনও জুলিয়া সুকায়না নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এরআগে আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্মান জনক স্থানে থাকলেও এবারই প্রথম সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। ইউএনও জুলিয়া সুকায়না বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সব ধরণের অফিসিয়াল কার্যক্রম ডিজিটালাইজ্ড করা হয়েছে।